বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিবে ইউরোপীয় ইউনিয়ন
বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিবে ইউরোপীয় ইউনিয়ন
নাইজেরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের দাতারা তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে ২ কোটি ৫০ লাখ ডলার অনুদান দেয়ার অঙ্গীকার করেছেন। বিগত ২০০৯ সাল থেকে তাকফিরি গোষ্ঠী বোকো হারাম নাইজেরিয়াসহ প্রতিবেশী দেশগুলোতে হামলা চালিয়ে আসছে।
নাইজেরিয়ার সেনাবাহিনী গত ছয় বছর ধরে দেশটির উত্তর-পূর্বাংশে বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। গত বছর থেকে নাইজেরিয়াসহ প্রতিবেশী ক্যামেরুন, চাদ এবং নাইজারে বোকো হারাম বিরোধী অভিযান জোরদার করেছে সেনাবাহিনী।বোকো হারামের হামলায় নাইজেরিয়ায় এ পর্যন্ত ১৭,০০০ জনের বেশি ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি ২৬ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
গত বছরের ডিসেম্বরে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি দাবি করেন, সেনাবাহিনীর কাছে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠী 'টেকনিক্যালি' পরাজিত হয়েছে।তাকফিরি বোকো হারামের আত্মঘাতী বোমা হামলাকারী এবং সন্ত্রাসীরা গত (শনিবার) নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় দালুরি গ্রামে হামলা চালিয়ে ৮০ ব্যক্তিকে হত্যা করার পাশাপাশি বাড়িঘরে আগুন লাগিয়ে দিয়েছে।
আফ্রিকান ইউনিয়নের বার্ষিক শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে গত (রোববার) বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে আড়াই কোটি ডলারের অনুদান দেয়ার অঙ্গীকার করা হয়। অনুদানের এসব অর্থের মধ্যে নাইজেরিয়া দেবে এক কোটি দশ লাখ ডলার এবং ৫৪ লাখ ৫০ হাজার ডলার দেবে ইউরোপীয় ইউনিয়ন।
নতুন কমেন্ট যুক্ত করুন