সিরিয় বাহিনী গুরুত্বপূর্ণ শহর দখল করল

সিরিয় বাহিনী গুরুত্বপূর্ণ শহর দখল করল

সিরিয় বাহিনী গুরুত্বপূর্ণ শহর দখল করল

সিরিয় বাহিনী, আইএসআইএল, দায়েশ, মানবাধিকার সংস্থা, সিরিয়ার সেনা, শেখ মিসকিন,

ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ (মঙ্গলবার) শহর দখলের খবর নিশ্চিত করেছে। সংস্থাটি বলেছে, সিরিয়ার সেনারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে শেখ মিসকিন শহর মুক্ত করেছে। ফলে পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশের সঙ্গে পূর্বাঞ্চলের যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর একদিন আগে সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, শহরটির শতকরা ৯০ ভাগ সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, মিসকিন শহরের পাশে এখন সংঘর্ষ চলছে। এ শহরের সঙ্গে সুওয়াইদা, কুনেইত্রা ও রাজধানী দামেস্কের যোগযোগ রয়েছে। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, শেখ মিসকিন শহর ছিল সন্ত্রাসী হামলার চালানোর গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সিরিয়ার সেনারা কিছুদিন ধরে দেশটির বিভিন্ন জায়গায় যে বিজয় অর্জন করেছে এ শহর পুনর্দখল তারই ধারাবাহিকতা।  

 

নতুন কমেন্ট যুক্ত করুন