পাকিস্তানের কাছে হাত পাতলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী
পাকিস্তানের কাছে হাত পাতলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী
সৌদি তরুণ প্রতিরক্ষামন্ত্রী ও ডেপুটি ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান পাকিস্তান সফরে গিয়ে ইরানের বিরুদ্ধে সমর্থন চাইলে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সৌদি আরব ও ইরানের মধ্যকার চলমান টানাপড়েন কূটনৈতিক উপায়ে নিরসনের জন্য মধ্যস্থতা করার প্রস্তাব দেন।
ইরানের সঙ্গে চলমান টানাপড়েন ও সামরিক জোটের প্রতি পাকিস্তানের সমর্থন আদায়ের জন্য সৌদি প্রতিরক্ষামন্ত্রী ইসলামাবাদ সফর করেন এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের সঙ্গে বৈঠক করেন। দুই বৈঠকেই প্রিন্স সালমান সৌদি আরবের জন্য সমর্থন চেয়েছেন। বিনিময়ে পাকিস্তানের প্রতি সৌদি আরবের পক্ষ থেকে সব ধরনের সমর্থন দেয়ার কথা বলেছেন। পাকিস্তান থেকে আরো জনশক্তি নেয়া এবং পাকিস্তানে অর্থনৈতিক বিনিয়োগের আশ্বাসও দিয়েছেন তিনি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আজ-জুবায়েরের পাকিস্তান সফরের তিনদিনের মাথায় প্রিন্স সালমান দেশটি সফর করলেন।
সৌদি মন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় নওয়াজ শরীফ রিয়াদ ও তেহরানের মধ্যকার চলমান টানাপড়েনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সতর্ক করে বলেছেন, ‘পরিস্থিতি পাকিস্তানের ওপর মারাত্মক প্রভাব ফেলবে’।
ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ করতে অনীহা দেখান ওই কর্মকর্তা। তিনি বলেন, “এ কারণেই প্রধানমন্ত্রী দু দেশের উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন।” তবে ইরান ও সৌদি আরব প্রস্তাব গ্রহণ করবে কিনা তা এখনো পরিষ্কার নয়। ইরান ও সৌদি আরবের মধ্যকার চলমান টানাপড়েনে পাকিস্তানের অবস্থানকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
পাকিস্তানের অবস্থান এখনো অস্পষ্ট হলেও ইসলামাবাদ গতকাল (রোববার) সৌদি আরব ঘোষিত জোট গঠনের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। তবে ইরান, ইরাক ও সিরিয়াকে বাদ দিয়ে ঘোষিত এ জোটকে ইসলামি মনোভাবাপন্ন বলতে কী বোঝানো হয়েছে তা পরিষ্কার নয়। বলা হচ্ছে- সৌদি অনভিজ্ঞ ও তরুণ প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ বিন সালমানের মস্তিষ্ক-প্রসূত চিন্তারই ফসল এ জোট। অবশ্য, এ কথাও ঠিক যে, ৩৪ জাতির এ জোটে পাকিস্তানের অংশগ্রহণ কোন পর্যায়ের হবে এখনো পর্যন্ত তা স্পষ্ট হয় নি। ইসলামাবাদের কর্মকর্তারা ব্যক্তগতভাবে বার বার বলে আসছেন, এ জোটে সেনা পাঠাবে না পাকিস্তান। এছাড়া, সুনির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে কোনো পদেক্ষেপের অংশীদারও হবে না ইসলামাবাদ।
নতুন কমেন্ট যুক্ত করুন