ইয়েমেন যুদ্ধে সৌদি হারচ্ছে বিশেষ কমান্ডার বাহিনীদের
ইয়েমেন যুদ্ধে সৌদি হারচ্ছে বিশেষ কমান্ডার বাহিনীদের
সৌদি আরব সৌদি বিশেষ বাহিনীর কমান্ডার কর্নেল আব্দুল্লাহ আস-সাহিয়ান নিহত হওয়ার পর আজ (মঙ্গলবার) ফাদেল ওবাইদ আশ-শামিরিকে কর্নেল আস-সাহিয়ানের স্থলাভিষিক্ত করেছে।
ইয়েমেনের সেনাবাহিনী ও জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধারা রোববার রাতে বাবুল মান্দাবে সৌদি সেনা কমান্ড কেন্দ্রে তুচকা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ওই হামলায় কর্নেল আস-সাহিয়ানের পাশাপাশি সৌদি নেতৃত্বাধীন জোটের ১৫২ ভাড়াটে সেনা নিহত হয়।
নিহতদের মধ্যে কুখ্যাত মার্কিন নিরাপত্তা কোম্পানি ব্ল্যাক ওয়াটারের ৪২ সদস্য রয়েছে। এ ছাড়া, সৌদি আরবের ২৩ জন, সংযুক্ত আরব আমিরাতের নয় জন এবং মরক্কোর সাত সেনা নিহত হয়। ওই হামলায় বাবুল মান্দাবে নিজের সেনা কমান্ডারের নিহত হওয়ার খবর নিশ্চিত করে সংযুক্ত আরব আমিরাত।
ইয়েমেনের পদত্যাগকারী ও পলাতক প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদি এর আগে আনসারুল্লাহ যোদ্ধাদের হাত থেকে এডেন মুক্ত করার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য কর্নেল আস-সাহিয়ানকে বিশেষ পদকে ভূষিত করেছিলেন।
ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবার দেশটির ক্ষমতায় বসানোর জন্য গত ২৬ মার্চ থেকে দেশটিতে আনসারুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। এ কাজে জাতিসংঘের অনুমোদন নেয়নি রিয়াদ। তবে হামলায় কিছু মিত্র দেশকে সঙ্গে নিয়েছে আলে সৌদ সরকার।
নতুন কমেন্ট যুক্ত করুন