নাইজেরিয়ার সেনাবাহিনী আয়াতুল্লাহ জাকজাকিকে আটকের কথা নিশ্চিত করল
নাইজেরিয়ার সেনাবাহিনী আয়াতুল্লাহ জাকজাকিকে আটকের কথা নিশ্চিত করল
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় জারিয়া শহরে শিয়া মুসলমানদের ওপর সেনাবাহিনীর বর্বরোচিত হামলার চালানোর পর দেশটির সেনাবাহিনী প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ ইব্রাহিম আল-জাকজাকিকে আটক করার কথা নিশ্চিত করেছে।
এক সংবাদ সম্মেলনে নাইজেরিয়ার সেনাবাহিনী শিয়া মুসলমানদের ওপর হামলা এবং জাকজাকিকে আটকের কথা নিশ্চিত করেছে। মেজর জেনারেল আদিনিয়া ওয়েবাদে বলেন, শিয়া নেতা জাকজাকি নিরাপদে আছেন এবং সর্বোচ্চ সুবিধাসহ তিনি আমাদের হেফাজতে আছেন। তার স্ত্রীও নিরাপদ এবং আমাদের হেফাজতে রয়েছেন।সময়মত জাকজাকি তার সমর্থকদের সঙ্গে কথা বলার সুযোগ পাবে বলেও জানান তিনি।
বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং কর্মীরা শান্তিপুর্ণ শিয়া মুসলমানদের সমাবেশে বর্বরোচিত হামলা চালিয়ে ধর্মীয় এবং সামাজিক অধিকার লঙ্ঘনের জন্য নাইজেরিয়া সরকারের তীব্র নিন্দা জানিয়েছে।
এদিকে, আয়াতুল্লাহ জাকজাকি মারাত্মকভাবে আহত হওয়ার ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে। এর আগে, নাইজেরিয়ার ইসলামি আন্দোলন এবং আয়াতুল্লাহ জাকজাকির মেয়েও প্রখ্যাত এই আলেমের আটকের কথা নিশ্চিত করেছে।
আয়াতুল্লাহ জাকজাকির মেয়ে নুসাইবা ইব্রাহিম জাকজাকি গতকাল (সোমবার) ইরানের স্যাটেলাইট চ্যানেল 'প্রেসটিভি'কে দেয়া এক সাক্ষাতকারে বলেন, আমি কেবল বলতে চাই যে আমার বাবা নাইজেরিয়ার জনগণকে বোঝাতে চেয়েছেন যে, 'দেশের জনগণ আজ নির্যাতিত এবং তাদের কোনো অধিকার নেই।সরকার যা ইচ্ছা তাই করছে।'
মুসলমানদের ওপর সেনাবাহিনীর বর্বরোচিত হামলা প্রসঙ্গে নুসাইবা বলেন, হামলার জন্য তাদেরকে দায়ী করা হবে কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত নয়।কারণ অতীতে তারা যা করেছে তার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়নি।তারা লোকজনকে ঘর থেকে বের করে এনে নির্বিচারে হত্যা করেছে। কাউকেই পরোয়া করেনি। সব কিছুরই ভিডিও চিত্র এবং প্রমাণ আমাদের হাতে রয়েছে বলেও জানান তিনি।
নতুন কমেন্ট যুক্ত করুন