সন্ত্রাসীদের ১৩৭৫ লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দিয়েছে সিরিয় বাহিনী
সন্ত্রাসীদের ১৩৭৫ লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দিয়েছে সিরিয় বাহিনী
তিনি সাংবাদিকদের বলেন, গত মাসের ২৭ তারিখ থেকে গতকাল (১০ ডিসেম্বর) পর্যন্ত সিরিয় বাহিনী ৩৬০টি'র বেশি অভিযান চালিয়েছে। এসব অভিযানে সন্ত্রাসীদের ১৩৭৫টি লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে। দামেস্ক, হোমস, হামা, আলেপ্পো, ইদলিব, দিয়ার আজ-জোহর এবং লাতাকিয়ার গ্রামাঞ্চলে এসব অভিযান পরিচালিত হয়। এতে সন্ত্রাসীদের অন্তত চার কমান্ডার নিহত হয়েছে এবং একটি কমান্ড সেন্টার গুঁড়িয়ে দেয়া হয়েছে।
এ ছাড়া, আলেপ্পোর যেইতান এবং আল-হামারাসহ অন্যান্য শহরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সিরিয় সরকারী বাহিনী। সিরিয় বাহিনীর অগ্রাভিযানের মুখে সন্ত্রাসীরা তুরস্ক সীমান্তের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ সময়ে অনেক সন্ত্রাসী নেতাদের পরিবার-পরিজনকেও তারা সাথে নিয়ে গেছে।#
রেডিও তেহরান/সমর/এআর/১১
নতুন কমেন্ট যুক্ত করুন