ইরাকে দলে দলে ওহাবী জঙ্গিরা আটক হচ্ছে
ইরাকে দলে দলে ওহাবী জঙ্গিরা আটক হচ্ছে
টিভি শিয়া: আজ (বুধবার) ইরাকি সেনাবাহিনী এবং গণবাহিনীর হাতে আটক কয়েকশ’ আইএসআইএল সন্ত্রাসীর আটকের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। প্রকাশিত ভিডিও চিত্রে দেখা গেছে যে,বাগদাদের ১১০ কিলোমিটার পশ্চিমে প্রাদেশিক রাজধানী রামাদির বাইরে অবস্থিত একটি মরুভূমিতে আইএসআইএল সন্ত্রাসীদের লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আল-মায়াদিন আরো জানিয়েছে, গণবাহিনীর সহযোগিতায় ইরাকি সেনাবাহিনী কৌশলগত পশ্চিমাঞ্চলীয় রামাদি শহরে তিন দিক থেকে ব্যাপক অভিযান শুরু করলে এসব সন্ত্রাসী আটক হয়।
নতুন কমেন্ট যুক্ত করুন