সৌদির বাধা উপেক্ষা করে ইরান ইয়েমেনে ত্রাণ পাঠাবে

সৌদির বাধা উপেক্ষা করে ইরান ইয়েমেনে ত্রাণ পাঠাবে

সৌদির বাধা উপেক্ষা করে ইরান ইয়েমেনে ত্রাণ পাঠাবে 

ইরানী ত্রাণ , সৌদি, ইয়েমেন, রেড ক্রিসেন্ট,

টিভি শিয়া: আইআরসিএস’র মহাসচিব আলী আসগার আহমাদি আজ (বৃহস্পতিবার) জানিয়েছেন যে, বর্তমানে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ‘বন্দর আব্বাসে’ ওই জাহাজটিতে ত্রাণ তোলা হচ্ছে এবং চলতি সপ্তাহের শেষে সেটি ইয়েমেনের কোন এক বন্দরে পৌঁছবে বলে এর আগে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বিমানে করে ইয়েমেনে ত্রাণ পাঠানোর  চেষ্টা করেছে। কিন্তু সৌদি আরবের বাধার কারণে তা সফল হয়নি। এ কারণে সাগর পথে ত্রাণ পাঠানোর পদক্ষেপ নেয়া হয়েছে।  উক্ত জাহাজে আড়াই হাজার টন ওষুধ ও খাদ্য সামগ্রী এবং তাবু রয়েছে বলে জানানো হয়েছে।   

 

নতুন কমেন্ট যুক্ত করুন