ভারতকে নিয়ে ষড়যন্ত্র করছে উগ্রবাদীরা
ভারতকে নিয়ে ষড়যন্ত্র করছে উগ্রবাদীরা
টিভি শিয়া: ভারতের উত্তর প্রদেশের আগ্রা ক্যন্টনমেন্ট এলাকায় অবস্থিত সেন্ট মেরী গির্জার পুরোহিত ফাদার লাজারাস জানান, ‘আজ (বৃহস্পতিবার) ভোর সাড়ে তিনটার দিকে আমার গাড়িতে সিকিউরিটি আ্যলার্ম বাজার শব্দ শুনতে পাই। আমি বাইরে বেরিয়ে এসে দেখি গাড়ির চারটি দরজাই খোলা এবং এর কাঁচ ভাঙা অবস্থায় রয়েছে। অন্য পুরোহিত বেরিয়ে এসে দেখেন কয়েকটি মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ ভাঙচুরের শব্দ শুনে বাইরে বেরিয়ে আসলে দুষ্কৃতীদের পালিয়ে যেতে দেখেন গির্জার ফাদার। পুলিশের কাছে এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।
গত কয়েক মাসে দিল্লি, হরিয়ানার হিসারে, মহারাষ্ট্রের মুম্বাই, মধ্যপ্রদেশের জব্বলপুরসহ বেশ কয়েকটি জায়গায় গির্জায় আক্রমণ চালায় দুষ্কৃতীরা।
নতুন কমেন্ট যুক্ত করুন