ইরান আমেরিকার কাছে নত হবে না
ইরান আমেরিকার কাছে নত হবে না
টিভি শিয়া: ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশের রাশত শহরে আজ (বুধবার) এক বিশাল জনসভায় রুহানি বলেন, “গোটা বিশ্ব, ছয় জাতিগোষ্ঠী, মার্কিন প্রশাসন, মার্কিন প্রেসিডেন্ট ও সিনেটের একথা জানা থাকা দরকার অবরোধ প্রত্যাহার না হলে কোনো চুক্তি হবে না।”
তিনি আরো বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের চলমান আলোচনার শেষে যখন চুক্তি সইয়ের সময় হবে তখন ইরানি জনগণের ওপর চাপিয়ে দেয়া অবরোধগুলো প্রত্যাহারের ঘোষণা আসতে হবে। আগামী দিনগুলোর আলোচনায় অবরোধ হবে মূল আলোচ্য বিষয়। আমরা সদিচ্ছার পরিবর্তে সদিচ্ছার নিদর্শন দেখতে চাই। ইরানের প্রেসিডেন্ট বলেন, এ চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের কট্টরপন্থিদের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আমেরিকার মিত্ররা যাই বলুক না কেন ইরানি জনগণের কাছে তার কোনো মূল্য নেই।
নতুন কমেন্ট যুক্ত করুন