মিনিটে ৭টি গুলি ১ বছরের খরচ ২০ কোটি পাউন্ড
মিনিটে ৭টি গুলি ১ বছরের খরচ ২০ কোটি পাউন্ড
টিভি শিয়া: ব্রিটিশ সেনারা আফগানিস্তানে আট বছরে চার কোটি ৬০ লাখ গুলি ব্যবহার করেছে এবং কেবল গোলাগুলি খাতেই দেশটির ২০ কোটি পাউন্ড ব্যয় হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত হিসাবে এ তথ্য উঠে এসেছে। তথ্য অধিকারের আওতায় এ সব প্রকাশ করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এতে আরো বলা হয়েছে, আট বছরে আফগানিস্তানে ব্রিটিশ সেনাবাহিনীর এস-৮০ অ্যাসাল্ট রাইফেল বা মিনি মেশিনগান থেকে দুই কোটি ৭০ লাখ ৫.৫৬এমএম গুলি ছোঁড়া হয়েছে। এ জাতীয় প্রতিটি গুলির পেছনে খরচ হয়েছে ৫০ পেন্স।
এ ছাড়া, তালেবানের অবস্থানের ওপর আট বছরে ব্রিটিশ বাহিনী ১০৮ এমএম গোলা ছুঁড়েছে ৮০ হাজার। এ সব গোলার প্রতিটির মূল্য ধরা হয়েছে ১২৫০ পাউন্ড স্টারলিং।
আফগানিস্তানে ব্রিটিশ বাহিনী ২০ লাখ ৯এমএম গুলি ছুঁড়েছে। ক্ষুদ্রপাল্লার অস্ত্র থেকে এ সব গুলি ছোঁড়া হয় এবং এ অস্ত্র সাধারণভাবে হাতাহাতি যুদ্ধের সময় ব্যবহৃত হয়। এ ছাড়া, আট বছর ধরে আফগানিস্তানে মোতায়েন থাকার সময়ে একজন ব্রিটিশ সেনা প্রতিদিন নিজ অ্যাসাল্ট রাইফেলের জন্য পাঁচ হাজার পাউন্ড স্টারলিং মূল্যের গুলি নিয়ে বের হতো।
আফগানিস্তানে ব্রিটিশ অ্যাপাচি গানশিপগুলো থেকে ৩০ এমএম’এর ৫৫ হাজার গোলা ছোঁড়া হয়েছে। এ সব গোলার প্রতিটির দাম ৬৫ পাউন্ড স্টারলিং। নিরেট কংক্রিট বা যানবাহন চোখের পলকেই ধ্বংস করতে সক্ষম এ গোলা।
ব্রিটিশ কমান্ডো বাহিনী এসএসএস’এর সাবেক সেনা রবার্ট হেনরি ক্রাফট বলেন, গুলি-গোলার হিসাব থেকে বোঝা যাচ্ছে তালেবানের বিরুদ্ধে প্রচণ্ড লড়াইয়ে ব্যস্ত থাকতে হয়েছে ব্রিটিশ সেনাদের।
নতুন কমেন্ট যুক্ত করুন