এডেনের দিকে ইয়েমেনের যোদ্ধারা; সৌদিরা কিছুই করতে পারবে না: হিজবুল্লাহ
এডেনের দিকে ইয়েমেনের যোদ্ধারা; সৌদিরা কিছুই করতে পারবে না: হিজবুল্লাহ
লেবাননের হিজবুল্লাহর নীতি নির্ধারকদের পরিষদের এক সদস্য বলেছেন, ইয়েমেনে বোমা বর্ষণ করে সৌদি আরব কিছুই অর্জন করতে পারবে না।
নাসিম বার্তা সংস্থা জানিয়েছে, শেখ মোহাম্মদ ইয়াযবেক বলেছেন, বিভিন্ন দল ও গোষ্ঠীর সহযোগিতায় ইয়েমেনের জনগণ সৌদি-মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিজয়ী হবে।
ইয়েমেনে অনুগত সরকারের পতন ঘটার পর সৌদি আরবের নেতৃত্বে আরব দেশগুলো গত বৃহস্পতিবার থেকে দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক হামলা শুরু করে। আরব দেশগুলোর সঙ্গে আমেরিকা ও ইসরাইলও যোগ দিয়েছে। ইয়েমেনে সৌদি আরবের এ হামলার প্রধান উদ্দেশ হচ্ছে দেশটির সব অবকাঠামো ধ্বংস করে দেয়া। সৌদি আরব গতকাল সাদা প্রদেশের একমাত্র বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। আল মিয়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, পশ্চিম ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে।
এদিকে, সৌদি আরবের নেতৃত্বে আরব দেশগুলোর বিমান হামলা অব্যাহত থাকলেও আল কায়দা ও তালেবান সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় ইয়েমেনের আনসারুল্লাহর অনুগত বিপ্লবী গণ-কমিটি বা স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্য এবং সশস্ত্র সেনাদলের অগ্রাভিযান অব্যাহত রয়েছে। আরব স্কাই নিউজ জানিয়েছে, ইয়েমেনের সাহসী যোদ্ধারা আবিন প্রদেশের যাঞ্জবার শহর দখল করে নেয়ার পর দক্ষিণের গুরুত্বপূর্ণ এডেন শহরের দিকে এগিয়ে যাচ্ছে।
ওদিকে, সৌদি আরবের আগ্রাসনের মধ্যেই গতকাল রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন শহরের হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।
নতুন কমেন্ট যুক্ত করুন