ইরানের সঙ্গে পরমাণু চুক্তিকে স্বাগত জানাবে বিশ্ব: মার্কিন আলোচক ওয়েন্ডি শেরম্যান

ইরানের সঙ্গে পরমাণু চুক্তিকে স্বাগত জানাবে বিশ্ব: মার্কিন আলোচক ওয়েন্ডি শেরম্যান

 ইরান ও ছয় জাতিগোষ্ঠী চলতি বছর তেহরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ওপর একটি টেকসই চুক্তিতে পৌঁছাতে সক্ষম হলে বিশ্ব একে অভিনন্দন জানাবে বলে মন্তব্য করেছেন প্রধান মার্কিন আলোচক ওয়েন্ডি শেরম্যান।
 
শুক্রবার এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি বলেন,আমরা যদি এই ধরনের একটি চুক্তি করতে সক্ষম হই তাহলে পুরো বিশ্বই একে সাদরে গ্রহণ করবে।
 
মার্কিন এই সহকারি পররাষ্ট্রমন্ত্রী শেরম্যান বলেন, ‘ইরানের সঙ্গে টেকসই চুক্তিতে পৌঁছানো খুবই কঠিন, জটিল এবং কষ্টসাধ্য একটি কাজ।’ এরপরও আমরা যদি একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হই তাহলে পুরো বিশ্বই এতে আনন্দিত হবে।
 
আগামি ১ জুলাইয়ের চুড়ান্ত সময়সীমার মধ্যে চলমান পরমাণু আলোচনায় বিদ্যমান অবশিষ্ট  মতপার্থক্যগুলো দূর করতে ইরান ও ছয় জাতিগোষ্ঠী আবার বৈঠক শুরু করেছে।
 
শেরম্যান বলেন, আমেরিকা এমন একটি  চুক্তি করার চেষ্টা করছে যাতে ইরান কখনো পরমাণু বোমা বানাতে না পারে এবং পরমাণু অস্ত্র বানানোর সব উপায়-উপকরণ  বন্ধ হয়ে যায়।  ইরানের সঙ্গে একটি ভাল, টেকসই এবং দীর্ঘমিয়াদি চুক্তি করাই আমাদের প্রধান লক্ষ্য।
 
আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলসহ তাদের কিছু মিত্র দেশ অভিযোগ করে আসছে, সামরিক কাজে ব্যবহার করার জন্য ইরান পরমাণু কর্মসূচি পরিচালনা করছে। অন্যদিকে, ইরান বার বার বলে আসছে, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।

নতুন কমেন্ট যুক্ত করুন