আল-কায়েদার নামে ইসরাইল হামলা চালিয়েছে
আল-কায়েদার নামে ইসরাইল হামলা চালিয়েছে
টিভি শিয়া: মার্কিন সাময়িকী ফরেন অ্যাফেয়ার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি ইহুদিবাদী ইসরাইলের বিমান বাহিনীকে তিনি আল-কায়েদার বিমান বাহিনী বলেও অভিহিত করেছেন। প্রেসিডেন্ট আসাদের এ সাক্ষাৎকার আজ (সোমবার) প্রকাশিত হয়েছে।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেন, যখনই সিরিয়ার সেনাবাহিনী কোনো এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয়ী হয় তখনই এ বাহিনীকে ঠেকানোর জন্য ইহুদিবাদী ইসরাইল বিমান হামলা চালায়। তিনি বলেন, এ নিয়ে সিরিয়ায় একটি কৌতুক প্রচলিত আছে আর তা হলো, আল-কায়েদার বিমান বাহিনী নেই এ কথা ঠিক নয় কারণ, তাদের হাতে রয়েছে ইহুদিবাদী ইসরাইলের বিমান বাহিনী।
সিরিয়ার গোলান মালভূমির কৌশলগত কুনেইত্রা শহরের কাছে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার পরই এ মন্তব্য করলেন প্রেসিডেন্ট আসাদ। এ হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ব্রিগেডিয়ার জেনারেল আলী আল্লাহদাদি এবং ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ছয় যোদ্ধা শহীদ হন।
নতুন কমেন্ট যুক্ত করুন