আমেরিকার অনৈতিক কর্মকান্ড
আমেরিকার অনৈতিক কর্মকান্ড
টিভি শিয়া: নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ’এর আড়ি পাতার ঘটনার তথ্য ফাঁস করে দেয়া হয়েছে। এনএসএ’র একটি দলিল এবং মার্কিন পররাষ্ট্র দফতরের সাবেক কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য মিত্রের সহায়তায় এ কাজ করেছে আমেরিকা। বিশ্বের সঙ্গে যোগাযোগ বজায় রাখার কাজে চীনের নেটওয়ার্ক ব্যবহার করে উত্তর কোরিয়া। এ নেটওয়ার্কের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার কম্পিউটার নেটওয়ার্কের ওপর আড়ি পেতেছে এনএসএ।
এ ছাড়া, কথিত হ্যাকারদের ওপর নজর রাখার জন্য গোপন ম্যালওয়ার বা ভাইরাসও ঢুকিয়ে দেয়া হয়েছে উত্তর কোরিয়ার কম্পিউটার নেটওয়ার্কে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর দাবি অনুযায়ী, পিয়ংইয়ংয়ের প্রধান গোয়েন্দা সংস্থা রিকনিসেন্স জেনারেল ব্যুরোর আওতায় প্রায় ছয় হাজার হ্যাকার তৎপর রয়েছে। এ ছাড়া, ব্যুরো ১২১-এর আওতায়ও তৎপর রয়েছে কথিত গোপন হ্যাকিং ইউনিট। সনি পিকচার্সে প্রায় নজিরবিহীন সাইবার হামলায় উত্তর কোরিয়া জড়িত বলে আমেরিকা অভিযোগ করার পর এ খবর ফাঁস করে দেয়া হলো।
নতুন কমেন্ট যুক্ত করুন