রাসুল (সা.)-কে অবমাননায় বিশ্ব জুড়ে বিক্ষোভ

রাসুল (সা.)-কে অবমাননায় বিশ্ব জুড়ে বিক্ষোভ

সুইডেন, Hazrat fizza, hazrat fijja, হজরত ফিজ্জা, হজরত ফিযযা, সিরিয়া, শাম, এজিদের দরবার, জয়নাব, সকিনা, রাফাহ ক্রসিং, অবমাননা, মহানবী, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন, শাবান, আমল, শবে বরাত, রমজান, দায়েশ, তাকফিরী, তালেবান, মোতা, মোতা বিবাহ, সেগা করা,দায়েশ, তাকফিরি, তালেবান, ওহাবী, আইএসআইএল,গাজা, ফিলিস্তিন, ইসরাইল, শিশু হত্যা, কুদস দিবস, জুমআতুল বিদা, কুদস,সাদক্বা, দান খয়রাত, ফেতরা, জাকাত, সাদকা, ভিক্ষা,  শবে বরাত, লাইলাতুল বরাত, দায়েশ, জঙ্গি,  দামেস্ক, ইসরাইল, সাইবার হামলা, ‍ৃ

টিভি শিয়া: বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, গতকাল আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সেও ব্যঙ্গাত্মক ওই ফরাসি সাপ্তাহিকীর ইসলাম-অবমাননাকর তৎপরতার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজার হাজার প্রতিবাদী আলজেরিয়ান ইয়েক-মেহ স্কয়ার থেকে বিক্ষোভ শুরু করে এবং জিগোদ সড়কে অবস্থিত ফরাসি সংসদ ভবনের দিকে এগিয়ে যায়। পুলিশ বিক্ষোভকারীদেরকে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর দিকে যেতে বাধা দেয় এবং তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে।
জর্দানের জনগণও রাসুলে খোদা (সা.)'র প্রতি অবমাননার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী আম্মানের হাজার হাজার মানুষ ফরাসি পত্রিকায় মহানবী (সা.)'র প্রতি অবমাননাকর কার্টুন প্রকাশের প্রতিবাদে মিছিল নিয়ে ফরাসি দূতাবাসের দিকে এগিয়ে যেতে থাকে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
জর্দানের মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানুল মুসলিমিনের নেতা হাম্মাম সায়িদ আইন প্রণয়ন করে ইসলামের নবী (সা.)'র কার্টুন প্রকাশ নিষিদ্ধ করতে ফরাসি সরকারের কাছে দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ফরাসি সরকার যদি এ ধরনের আইন প্রণয়ন না করে তাহলে এই সরকারও মুসলমানদের পবিত্রতার প্রতি অবমাননার অপরাধে শরিক বলে প্রমাণিত হবে। সায়িদ আরো বলেছেন, মুসলমানরা পাশ্চাত্যে ইসলামের নবীর (সা.) প্রতি অবমাননার বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াবেন। প্রতিবাদীরা জানিয়েছেন, ফরাসি দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমার ঘোষণা না আসা পর্যন্ত বিশ্বনবী (সা.)'র পক্ষে তাদের প্রতিবাদী তৎপরতা অব্যাহত থাকবে।
শার্লি এবদো পত্রিকায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র প্রতি অবমাননাকর কার্টুন প্রকাশের প্রতিবাদে অধিকৃত ফিলিস্তিনেও ব্যাপক গণ-বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করার পর ফিলিস্তিনি মুসুল্লিরা ফরাসি পত্রিকায় রাসুল(সা.)-অবমাননার প্রতিবাদে ফ্রান্সের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেন। তারা প্যারিসে শার্লি এবদু'র কার্যালয়ে হামলার প্রতিবাদে আয়োজিত মিছিলে অংশ নেয়ায় ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। ফিলিস্তিনিদের এই বিক্ষোভের সময় আল-আকসা মসজিদের আশপাশে ইসরাইলি পুলিশ মোতায়েন ছিল। এ ছাড়াও মহানবীর (সা.) প্রতি অবমাননার প্রতিবাদে গতকাল ফিলিস্তিনের আল-খলিল শহরেও বিক্ষোভ মিছিল করেছেন ফিলিস্তিনিরা। উল্লেখ্য, গত বুধবার শার্লি এবদো পত্রিকা আন্তর্জাতিক নীতিমালা ও সাংবাদিকতার সব ধরনের নীতি লঙ্ঘন করে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র প্রতি অবমাননাকর কার্টুন প্রকাশ করে। ব্যঙ্গাত্মক এই পত্রিকাটি কয়েক বছর আগেও ১৫০ কোটি মুসলমানের অনুভূতিতে আঘাত হেনে রাসুলে খোদা (সা.)'র প্রতি অবমাননাকর কার্টুন প্রকাশ করেছিল। 

পশ্চিমা সরকারগুলো বাক-স্বাধীনতার নামে এই কার্টুন প্রকাশের ঘটনাকে বৈধ বলে উল্লেখ করছে। অথচ এইসব দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময়ে সংঘটিত কথিত হলোকাস্ট বা ইহুদি-নিধনের প্রচারণা বা অতি-রঞ্জনের বিরুদ্ধে কথা বলা বা লেখালেখি করা এবং এমনকি এ বিষয়ে গবেষণা করাও নিষিদ্ধ।

 

নতুন কমেন্ট যুক্ত করুন