পাকিস্তানে চলছে জঙ্গি নিধন পর্ব
পাকিস্তানে চলছে জঙ্গি নিধন পর্ব
টিভি শিয়া: ইসলামাবাদের ইরানি সংস্কৃতি কেন্দ্রে নিযুক্ত কালচারাল অ্যাটাশে সাদেক গাঞ্জিকে ১৯৯০ সালে হত্যার সঙ্গে জড়িত ছিল সন্ত্রাসী ইকরামুল হক ওরফে লাহোরি। সে নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই জাংভি এবং সিপাহি সাহাবা পাকিস্তানের সদস্য। ২০০৪ সালে পাকিস্তানের সন্ত্রাস-বিরোধী আদালত লাহোরির ফাঁসির আদেশ দেয়। এ সন্ত্রাসী ইরানের কূটনীতিক সাদেক গাঞ্জি এবং পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মঈনুদ্দিন হায়দারের ভাইসহ বহু মানুষকে হত্যার সঙ্গে জড়িত ছিল। গত বৃহস্পতিবার তার ফাঁসি কার্যকরের কথা ছিল। কিন্তু নিহতদের মধ্যে একটি পরিবার আসামী লাহোরিকে ক্ষমা করে দিয়েছে বলে মীমাংসায় পৌঁছানোর কারণে ফাঁসি কার্যকরে দেরি করা হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো এমন খবর দিয়েছে। গত ১৬ ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ার শহরের আর্মি পাবলিক স্কুলে সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ফাসি কার্যকরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। এরপর থেকে পাকিস্তানে এক ডজনের বেশি দাগী আসামীর ফাঁসি দেয়া হয়েছে।
নতুন কমেন্ট যুক্ত করুন