সন্ত্রাসবাদের বিরোধি বাশার আসাদ
সন্ত্রাসবাদের বিরোধি বাশার আসাদ
টিভি শিয়া: চেক প্রকাশনা লিটেরারনি নোভিনি’কে দেয়া সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন: সন্ত্রাসী হামলার জন্য পশ্চিমা দেশগুলোর নীতিই হচ্ছে দায়ী।
তিনি বলেন, সিরিয়া সংকটের সূচনা থেকেই পশ্চিমা অনেক দেশকে এ জাতীয় হামলার আশংকার বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছে দামেস্ক। সিরিয়া যে সত্যি কথা বলেছে তা ফরাসি রাজধানী প্যারিসের সন্ত্রাসী হামলা প্রমাণ করেছে বলেও জানান তিনি। একই সঙ্গে পশ্চিমা নেতারা “সংকীর্ণ দৃষ্টি”তে ভুগছেন বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট আসাদ।
নতুন কমেন্ট যুক্ত করুন