আবারও মহানবীকে অবমাননা!!!
আবারও মহানবীকে অবমাননা!!!
টিভি শিয়া: বিশ্বের দেড়শ’ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে গত সপ্তাহে মহানবী (স)কে অবমাননা করে কার্টুন ছাপানোর পর শার্লি এবদো’ নামক ম্যাগাজিনের প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয় এবং তাতে অন্তত ১২ জন নিহত হয়েছিল।
উক্ত ঘটনার পর আজ (বুধবার) শার্লি এবদোর প্রথম সংখ্যা বের হলো। হামলার পর পত্রিকাটি ৩০ লাখ কপি ছাপিয়েছে। বিশ্বের ২৫টি দেশে আরবিসহ ১৬টি ভাষায় ম্যাগাজিনটি প্রকাশ করা হয়েছে। নতুন সংখ্যায় মহানবীর অবমাননাকর কার্টুন ছাপানোর পর ফ্রান্সের মুসলিম সংগঠনগুলো মুসলমান সম্প্রদায়কে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
এরপরেও কি মুসলমানদেরকে শান্ত রাখতে পারবে পত্রিকাটি। ইসলাম ধর্মটি যে একটি শান্তির ধর্ম তার প্রমাণ একাধিকবার মুসলমানরা দিয়েছে। আর ইসলামের শত্রুরা এই সুযোগকে কাজে লাগিয়ে বিশ্বের মানুষের কাছে ইসলাম ও মুসলমানদের ভাবমূর্তিকে খারাপ করার চেষ্টা করে যাচ্ছে।
নতুন কমেন্ট যুক্ত করুন