জার্মানীতে জলছে বিক্ষোভের আগুনে
জার্মানীতে জলছে বিক্ষোভের আগুনে
টিভি শিয়া: জার্মানির ট্যাবলয়েড দৈনিক বিল্ডকে পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ওয়ালটার স্টেইনমেয়ার বলেন, পিইজিআইডিএ’ র বিক্ষোভ শোভাযাত্রা একদিকে জার্মানির ক্ষতি করেছে অন্যদিকে বিশ্বে নষ্ট করেছে জার্মানির ভাবমর্যাদা ।
জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ড্রেসডেনে গত তিন মাস ধরে প্রতি সপ্তাহে ইসলাম বিরোধী বিক্ষোভ করছে পিইজিআইডিএ। এদিকে সোমবার জার্মানির কয়েকটি শহরে হাজার হাজার মানুষ পিইজিআইডিএ’র বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
নতুন কমেন্ট যুক্ত করুন