আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভ
আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভ
টিভি শিয়া: ইরানের স্যাটেলাইট চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গতকাল সরকার বিরোধী নানা শ্লোগান দিয়ে আটক রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি জানিয়েছেন। মিশরে চতুর্থ বিপ্লব বার্ষিকীর একই সময়ে রাজধানী ছাড়াও অন্যান্য শহরেও সরকার বিরোধী বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, যে গণআন্দোলনের মাধ্যমে ২০১১ সালে সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পতন ঘটেছিল সেই আন্দোলন অব্যাহত রয়েছে।
মানুফিয়ে প্রদেশে শাবিন আল কাওয়াম শহরের শত শত বিক্ষোভকারী সেনাবাহিনী সমর্থিত বর্তমান সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন। হুশ ঈসা শহরের জনগণও প্রভাবশালী ইসলামপন্থী সংগঠন ইখওয়ানুল মুসলিমিনের প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধন পালন করেন। বেহিরে প্রদেশের বিক্ষোভকারীরাও সরকার বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড বহন কোরে আল সিসি সরকারের জুলুম নির্যাতন ও দমন নীতির তীব্র নিন্দা জানিয়েছেন।
২০১৩ সালের জুনে মিশরে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করার পর সেনা সমর্থিত বর্তমান আল সিসি সরকারে বিরুদ্ধে দেশটির জনগণ বিক্ষোভ করে আসছে এবং মুরসির সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ লেগেই আছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন জানিয়েছে, মিশরের সেনাবাহিনীর হাতে এ পর্যন্ত ১৪ শ’ বিক্ষোভকারী নিহত হয়েছে। এ ছাড়া, ২২ হাজার লোককে আটক করা হয়েছে এবং আদালত বহু লোকের ফাঁসির নির্দেশ দিয়েছে।
নতুন কমেন্ট যুক্ত করুন