নির্যাতনকে নির্যাতন বলে অস্বীকার করে ডিক চেনি
নির্যাতনকে নির্যাতন বলে অস্বীকার করে ডিক চেনি
নির্যাতনকে নির্যাতন বলে অস্বীকার করে ডিক চেনি
টিভি শিয়া: মার্কিন রিপাবলিকান সিনেটর জন ম্যাকেইন বলেছেন- দ্বিতীয় বিশ্বযুদ্ধে বন্দি মার্কিন সেনাদের ওপর ওয়াটারবোর্ডিং পদ্ধতিতে নির্যাতন চালানোর দায়ে এই আমেরিকাই জাপানি সেনাদের ফাঁসিতে ঝুলিয়েছিল।
জিজ্ঞাসাবাদের নামে বন্দিদের ওপর সিআইএ’র পাশবিক নির্যাতনের প্রতি সমর্থন দেয়ায় বুশ প্রশাসনের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এর মাধ্যমে তারা মার্কিন ইতিহাসকে নতুনভাবে তুলে ধরলো।
এদিকে, আমেরিকার সাবেক যুদ্ধবাজ প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের ডান হাত হিসেবে পরিচিত ডিক চেনি বলেছেন-"সুযোগ পেলে আমি আবার মিনিটের মধ্যে ওই একই কাজ করতে বলব।" ডিক চেনি এসব পদ্ধতিকে নির্যাতন বলতে অস্বীকার করলেও ম্যাককেইন তার বিরোধী।
নতুন কমেন্ট যুক্ত করুন