সিআইএ’র নির্যাতনের অজানা তথ্য
সিআইএ’র নির্যাতনের অজানা তথ্য
টিভি শিয়া: মার্কিন কুখ্যাত বন্দিশালা গুয়ান্তানামোতে চার বছর আটক ছিলেন আফগানিস্তানের সাবেক তালেবান সরকারের রাষ্ট্রদূত আব্দুস সালাম জায়িফ।
তিনি জানিয়েছেন, তাকে এবং অন্য বন্দিদের জন্য মৃত্যুর হুমকি ছিল নিয়মিত বিষয়। জ্ঞিাসাবাদের সময় তথ্য আদায় করার জন্য তারা সবসময় নির্যাতনের পথ বেছে নিত। একদিন জিজ্ঞাসাবাদের সময় তিনজন প্রহরী তার সামনে বড় একটি লাঠি ধরে মার দেয়ার হুমকি দেয় এবং তথ্য না দিলে প্রয়োজনে গুলি করা হবে বলেও জানায়। তিনি বলেন, “আমি মনে করি না মানবাধিকারের প্রতি মার্কিন প্রশাসনের কোনো রকমের শ্রদ্ধা আছে। তারা নিজেদের স্বার্থেই কেবল নীতি-কৌশল গ্রহণ করে।”
সাবেক এ রাষ্ট্রদূত তার একটি বইয়ে লিখেছেন, তিনি এক মাস ধরে ঘুমাতে পারেন নি। এছাড়া, অন্য বন্দিদের জন্য ঘুমাতে না দেয়া ছিল মার্কিনীদের একটা অভিন্ন কৌশল। আব্দুস সালাম জানান, আল-কায়েদার সন্দেহভাজন গুরুত্বপূর্ণ ব্যক্তি খালিদ শেখ মুহাম্মাদকে আটক করে বাক্সে ভরে আফগানিস্তান থেকে গুয়ান্তানামো বন্দিশালায় নেয়া হয়।
নতুন কমেন্ট যুক্ত করুন