বৃটেনে বাংলাদেশী বংশোদ্ভূত ২ আইএস সদস্যের কারাদণ্ড
বৃটেনে বাংলাদেশী বংশোদ্ভূত ২ আইএস সদস্যের কারাদণ্ড
শীর্ষ কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে সিরিয়ায় কথিত জিহাদে অংশগ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত বাংলাদেশী বংশোদ্ভূত দুইজন ও পাকিস্তানি বংশোদ্ভূত একজন বৃটিশ নাগরিককে কারাদ- দিয়েছে দেশটির দুটি আদালত। বাংলাদেশী বংশোদ্ভূত ওই ২ বৃটিশ নাগরিকের একজন মোহাম্মদ নাহিন আহমেদ (২২) ও অপরজন মাসুদুর চৌধুরী (৩১)। কারাদ-প্রাপ্ত অপর ব্যক্তি হলেন পাকিস্তানি বংশোদ্ভূত বৃটিশ নাগরিক ইউসুফ জুবায়ের সরওয়ার (২২)। গত বৃহস্পতিবার মাসুদুর চৌধুরীকে ৪ বছরের কারাদ- দেয় লন্ডনের কিংস্টন ক্রাউন আদালত। গতকাল লন্ডনের উলউইচ ক্রাউন আদালতের রায়ে কথিত জিহাদে অংশ নেয়ায় অভিযোগে নাহিন ও ইউসুফকে ১২ বছর ৮ মাসের কারাদ- দেয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ ও বার্তা সংস্থা রয়টার্স। গত মে মাসে সিরিয়ায় গিয়েছিলেন ছোটবেলার বন্ধু নাহিন ও ইউসুফ। বাড়িতে কলেজের এক শিক্ষাসফরে অংশ নিতে তুরস্কে যাওয়ার কথা বলে তারা সিরিয়ায় আইএসের সঙ্গে যোগদান করেন। ৮ মাস পর লন্ডনে ফেরার সময় হিথ্রো বিমানবন্দর থেকে আটক করা হয় ওই দুই জনকে। ইংল্যান্ডের পোর্টসমাউথ শহরের বাসিন্দা মাসুদুর চৌধুরী দুই সন্তানের জনক। গত বছরের অক্টোবরে ৫ তরুণকে নিয়ে সিরিয়ায় আইএসের পক্ষে জিহাদে যোগ দিয়েছিলেন তিনি। এর মধ্যে ৪ জনই বাংলাদেশী বংশোদ্ভূত। সিরিয়ায় লড়াইয়ে বাকিরা নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। গত এপ্রিল মাসে মাসুদুর চৌধুরী সিরিয়া থেকে ফেরার পথে গ্যাটউইক বিমানবন্দরে গ্রেপ্তার হন।
নতুন কমেন্ট যুক্ত করুন