দায়েশের নতুন হামলা পদ্ধতি কোরআনের মধ্যে বোমা স্থাপন
দায়েশের নতুন বোমা কোরআন বোমা
টিভি শিয়া: ইরাকের দিয়ালী প্রদেশের নিরাপত্তা বাহিনীরা কোরআনের মধ্যে বোমা উদ্ধার করে। দায়েশরা উক্ত এলাকা থেকে পলায়ণের সময় বিভিন্ন মসজিদ সমূহের কোরআন শরীফের মধ্যে বোমা রেখে যায়।
সৈয়দ সাদিক হুসাইনী নিরাপত্তা বাহিনীর প্রধান বলেন: সাআদিয়ে এবং জালুলা নামক এলাকাকে বোমা মুক্ত করার সময় বিভিন্ন সমজিদ সমূহে অনেক কোরআন শরীফ পাওয়া গেছে যার মধ্যে দায়েশ জঙ্গিরা বোমা রেখে যায় এছাড়াও দায়েশদের রক্ষেত গুদাম সমূহে এ ধরণের বোমা বিশি্ষ্ট কোরআন শরীফ উদ্ধার করা হয়।
দায়েশ যারা নিজেদেরকে মুসলমান বলে দাবী করে এবং কোরআনকে বোমা দ্বারা উড়িয়ে সারা বিশ্বে ইসলাম কায়েম করতে চায়। এ কেমন গোষ্ঠি যারা নিজেদেরকে মুসলমান বলে দাবী করে। তাই মুসলমানদেরকে এ গোষ্ঠি থেকে সাবধান এবং সতর্ক থাকতে হবে।
নতুন কমেন্ট যুক্ত করুন