আইএসের কাছ থেকে দু’টি শহর ইরাকি বাহিনীর পুনর্দখল
আইএসের কাছ থেকে দু’টি শহর ইরাকি বাহিনীর পুনর্দখল
শিয়া মিলিশিয়া ও কুর্দি পেশমের্গার সমর্থনে ইরাকি সৈন্যরা প্রচন্ড লড়াইয়ের পর ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে দু’টি শহর পুনর্দখল করতে সক্ষম হয়েছে। খবর এপি। দিয়ালা প্রদেশের পুলিশ জানায়, আইএসের সাথে তুমুল লড়াইয়ের পর ইরাকি নিরাপত্তা বাহিনী রোববার পূর্বাঞ্চলীয় সাদিয়া ও জালুলা শহরে প্রবেশ করে। দু’টি শহরের বাইরেই বিচ্ছিন্ন প্রতিরোধ অবস্থান থেকে আইএস সোমবারও লড়াই চালায়। ইরাকি সেনারা রাস্তার পাশে পেতে রাখা বোমা নিষ্ক্রিয় করছে। এলাকা ছেড়ে পালিয়ে যাওয়া পরিবারগুলো ফিরে আসতে শুরু করেছে। উল্লেখ্য, ২০০৬-০৭ সালে দিয়ালা ছিল শিয়া ও সুন্নীদের মধ্যে রক্তক্ষয়ী লড়াইয়ের ক্ষেত্র। এখানে উল্লেখযোগ্য সংখ্যক কুর্দি বাস করে।
উত্তর ও পশ্চিম ইরাকে ব্যাপক অগ্রগতি অর্জনের পর আগস্ট মাসে আইএস জালুলা ও সাদিয়া দখল করে।
এদিকে সোমবার বাগদাদের সুন্নী প্রধান শাব এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরণে ৯ জন নিহত ও ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। কেউ এর দায়িত্ব স্বীকার করেনি। মাসের পর মাস ধরে বাগদাদে প্রতিদিনই বোমা বিস্ফোণের ঘটনা ঘটছে। এর অধিকাংশই শিয়াদের লক্ষ্য করে শিয়া এলাকায় ঘটে থাকে। সোমবার রাতে একজন আত্মঘাতী বোমা হামলাকারী জর্দান সীমান্তে একটি সেনা চৌকিতে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ৩ জন সৈন্য নিহত হয়।
ইরাকের প্রধানমন্ত্রী অফিসের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী হায়দার এবাদি মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল লয়েড অস্টিনের সাথে সাক্ষাৎ করেছেন।
সরকার সমর্থক ২৭ সুন্নীকে হত্যা ইসলামিক স্টেট (আইএস) আনবার প্রদেশের রামাদির কাছে ইরাকি সরকারি বাহিনীকে সহায়তাকারী একটি সুন্নী গোত্রের ২৫ সদস্যকে গুলি করে হত্যা করেছে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট।
বাগদাদ থেকে ৭০ মাইল দূরবর্তী রামাদি শহরের বেশির ভাগই আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। ইরাকি সেনাবাহিনী স্থানীয় একটি সুন্নী গোত্রের সহায়তায় রামাদি পুনর্দখলে বড় ধরনের হামলা চালায়। সিজারিয়া এলাকায় উভয়পক্ষে শুক্রবার প্রচ- লড়াই চলে। আইএস সিজারিয়ার নিয়ন্ত্রণ লাভ করে বলে জানায়। এদিকে ইরাকি বাহিনী জানায়, তারা আইএসের বিরুদ্ধে অগ্রগতি লাভ করার পর শনিবার শহরের মধ্যে সরকার সমর্থক সুন্নী গোত্রের যোদ্ধাদের লাশগুলো দেখতে পায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রামাদিতে লড়াই চলছে। উভয় পক্ষের মধ্যে মর্টারের গোলা বিনিময় চলছে। গভর্নর অফিস ও পুলিশ সদর দফতর ভবনে অবস্থানরত দু’পক্ষ গুলি বিনিময় করছে। এদিকে বাগদাদে শনিবার দু’দফা বোমা বিস্ফোরণে ৮ জন নিহত ও ২১ জন আহত হয়েছে বলে জানা গেছে।
৩শ’ সুইডিশ আইএসের সাথে যোগ দিয়েছে ৩শ’র মত সুইডিশ ইসলামিক স্টেটের (আইএস) সাথে যোগ দিয়ে থাকতে পারে। খবর আল আরাবিয়া নিউজ। শনিবার সুইডেনের গোয়েন্দা প্রধান অ্যানডারস থমবার্গ এস আর পাবলিক রেডিওকে বলেন, আইএসের সাথে যুদ্ধে যোগদানকারী ১শ’ জনের কথা নিশ্চিতভাবে জানা গেছে। এরপর রয়েছে আরো কিছু লোকের কথা যাদের সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সব মিলিয়ে তাদের সংখ্যা ২৫০ থেকে ৩শ’ হতে পারে। তিনি বলেন, তরুণদের মধ্যে আইএসের সাথে যোগদানকারীদের সংখ্যা দ্রুত বাড়ছে। তিনি বলেন, এক শ্রেণির সুইডিশ তরুণ দেশ ছাড়ছে ও ক্যাম্পগুলোতে বিস্ফোরক ও অস্ত্র ব্যবহার শিখে সন্ত্রাসিতে পরিণত হচ্ছে। তারা লড়াই করছে ও মানুষ হত্যা করছে। থমবার্গ বলেন, দেশে ফেরার পর দেখা যাচ্ছে তাদের কেউ কেউ সন্ত্রাসী কর্মকা- করার জন্য প্রস্তুত। সে কারণে তাদের গোয়েন্দা নজরদারিতে রাখা হেেছ। খবর আল আরাবিয়া।
নতুন কমেন্ট যুক্ত করুন