সাআদিয়ে থেকে নারী পোষাক পরিধান পরে পলায়ণ করল দায়েশ জঙ্গিরা
সাআদিয়ে থেকে নারী পোষাক পরিধান পরে পলায়ণ করল দায়েশ জঙ্গিরা
টিভি শিয়া: দিয়ালা প্রদেশের নিরাপত্তা পরিষদ কমিটির সভাপতি বলেন সাআদিয়ে এলাকাকে জঙ্গি মুক্ত সময় লাগে মাত্র ৩ ঘন্টা। তার কথামতে দায়েশের অন্যান্য সদস্যরা নারী পোষাক পরিধান করে উক্ত এলাকা থেকে পলায়ন করে।
“সাদিক আল হুসাইনী” সোমবার তার এক বিবৃতিতে বলেন ইরাকি সেনাবাহিনীরা জনসাধারণ দ্বারা গঠিত বাহিনী এবং বিমানবাহিনীর সাহায্যে বাকুবার উত্তর-পূর্ব এলাকায় ৬০ কি:মি: দূরে অবস্থিত সাআদিয়ে এলাকাটিকে দায়েশ জঙ্গি মুক্ত করা হয়।
তিনি সুমারিয়া টিভি চ্যানেলে বলেন দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর সদর দপ্তরে অনুপ্রবেশ এবং তাদের ধ্বংস করার জন্য অনন্য কৌশল ব্যাবহার করা হয়েছে।
সাদেক আল হুসাইনী বলেন দায়েশ জঙ্গি গোষ্ঠি ইরাকী সাধারণ বাহিনী এবং সেনাবাহিনীর সাথে যুদ্ধ করা বাদ দিয়ে তাদের দখলকৃত ৬টি এলাকা ছেড়ে পলায়ণ করে। তারা বিমান বাহিনীর হামলা থেকে নিজেদেরকে বাচানোর জন্য নারীদের পোষাক পরিধান করে পলায়ন করে।
বদর বাহিনীর মহাসচিব বলেন: সাআদিয়ে এলাকাটিকে সম্পূর্ণভাবে জঙ্গি মুক্ত করা হয়েছে।
নতুন কমেন্ট যুক্ত করুন