হজরত আলী (আ.) এর বর্ণিত রেওয়ায়েতের দৃষ্টিতে দায়েশ
হজরত আলী (আ.) এর বর্ণিত রেওয়ায়েতের দৃষ্টিতে দায়েশ
টিভি শিয়া: হজরত আলী (আ.) আজ থেকে ১৪০০ বছর আগে তাকফিরি জঙ্গি দল সম্পর্কে ভবিষ্যতবাণি করে বলেছিলেনঃ যখন তোমরা কোন কালো পতাকাকে দেখবে তখন তাদের দিকে ধাবিত হয়ো না কেননা তারা দ্বীনের নামে বাতিল দাওয়াতের প্রতি আহবান জানাবে। তোমরা কখনই তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিও না। কেননা উক্ত দলটি সদস্যদের অন্তর হবে লোহার ন্যায় শক্ত, তারা কোনো অঙ্গীকার প্রতি অনুগত হবে না। তারা সত্য পথের পথিক হবে না কিন্তু সত্যর প্রতি আহবান জানাবে। তাদের নাম সমূহ উপনাম এবং শহরের নাম অনুযায়ি রাখা হবে। তাদের মধ্যে মতানৈক্য পরিলক্ষিত হবে এবং আল্লাহ প্রকৃত সত্যবাদিদেরকে সকলের সামনে স্পষ্ট করে দিবেন.....
উক্ত রেওয়ায়েতটির সাথে জঙ্গি দল দায়েশের সম্পূর্ণভাবে মিল রয়েছে। কেননা দায়েশ দলের পতাকা হচ্ছে কালো, তাদের বিভিন্ন সদস্যদেরকে তাদের উপাধি এবং শহরের নাম অনুযায়ি ডাকা হয় যেমনঃ আবু মোসআব, আবুল বারাআ, আল বাগদাদী, আল হারানি ইত্যাদি।
নতুন কমেন্ট যুক্ত করুন