ব্রিটিশ মন্ত্রী গাজা নীতির প্রতিবাদে পদত্যাগ করলেন
ব্রিটিশ মন্ত্রী গাজা নীতির প্রতিবাদে পদত্যাগ করলেন
ব্যারোনেস সাঈদা ওয়ারসি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের বিষয়ে ব্রিটিশ সরকারের নীতির প্রতিবাদে পদত্যাগ করেছেন দেশটির মন্ত্রিসভার প্রথম মুসলিম মহিলা মন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ারসি। তিনি আজ (মঙ্গলবার) এক টুইটার বার্তায় লিখেছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আজ সকালে আমি প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি। গাজার ব্যাপারে সরকারের নীতির প্রতি আমার আর কোনো সমর্থন নেই।”
পাকিস্তানি বংশোদ্ভূত ওয়ারসি ২০১০ সাল থেকে ব্রিটেনের পররাষ্ট্র ও কমনওয়েলথ এবং ফেইথ অ্যান্ড কমিউনিটিস বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। তার আগে তিনি রক্ষণশীল দলের চেয়ারপারসন ছিলেন।
সাঈদা ওয়ারসির পদত্যাগের খবরে লন্ডনের মেয়র বরিস জনসন দুঃখ প্রকাশ করে বলেছেন, “আশা করা যায় তিনি যত তাড়াতাড়ি সম্ভব আবার ফিরে আসবেন।” গাজা ইস্যুতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে শক্ত অবস্থান না নেয়ায় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নিজ দল ও বিরোধী লেবার পার্টির সমালোচনার মুখে পড়েছেন।
সরকার থেকে পদত্যাগী সাঈদা ওয়ারসি ১৯৬০-এর দশকে পাকিস্তানের গুজ্জার খান থেকে ব্রিটেনে চলে যান। তিনি কলেজে অধ্যয়নের সময় রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন