রিয়াদে এক ক্ষুব্ধ ব্যক্তি ওহাবিদের একটি কেন্দ্রে আগুন দিয়েছে
রিয়াদে এক ক্ষুব্ধ ব্যক্তি ওহাবিদের একটি কেন্দ্রে আগুন দিয়েছে
সৌদি আরবে ওহাবিদের একটি কেন্দ্রে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। লন্ডন থেকে প্রকাশিত দৈনিক আল হায়াত লিখেছে, সৌদি আরবের এক ক্ষুব্ধ ব্যক্তি রিয়াদে অবস্থিত ওহাবিদের ওই কেন্দ্রে অগ্নি সংযোগ করায় সেখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
দৈনিকটি আরো লিখেছে, ওহাবিরা জনগণের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করায় এবং বিভিন্ন ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করায় সৌদি আরবের বেশিরভাগ মানুষ তাদের ওপর ক্ষুব্ধ। বিশেষ করে সৌদি আরবের মহিলারা ওহাবিদের ওপর সবচেয়ে ক্ষুব্ধ।
সৌদি সূত্রগুলো ওহাবিদের অফিসে অগ্নি সংযোগের ঘটনাকে দুর্ঘটনা বলে দাবি করে অগ্নি সংযোগকারী ব্যক্তিকে মানসিকভাবে অসুস্থ বলে প্রচার চালাচ্ছে। সৌদি আরবে ওহাবিদের ব্যাপক প্রভাব রয়েছে এবং তারা ধর্মের অপব্যাখ্যা করে নাগরিকদের ওপর বিশেষ করে নারীদের ওপর বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সীমাবদ্ধতা আরোপ করেছে। সৌদি আরবের নারীরা গাড়ি চালানো ও ভোটাধিকার থেকে বঞ্চিত। সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন