রকেট হামলা চলছে ইসরাইলী আগ্রাসনের জবাবে
রকেট হামলা চলছে ইসরাইলী আগ্রাসনের জবাবে
৩০০০ মধ্যে মাত্র ৫৫০টি রকেট ধ্বংস করতে পেরেছে আয়রন ডোম
গাজা উপত্যকায় ইহুদিবাদী আগ্রাসনের জবাবে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলি শহরগুলো লক্ষ্য করে রকেট হামলা চালিয়ে যাচ্ছেন।
ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড ইহুদিবাদী ইসরাইলের এশকোল, আশকেলোন এবং আশদোদে রকেট হামলা করেছে। জিজিম শহরে ইসরাইলের একটি নৌ ঘাঁটির দিক থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া, হামাসের রকেট হামলা থেকে রক্ষা পায় নি সিদোত নেগেব এবং নাহাল ওজ শহর।
ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, গত ৮ জুলাই আগ্রাসন শুরুর পর থেকে হামাস ইসরাইলকে লক্ষ্য করে তিন হাজারের বেশি রকেট নিক্ষেপ করেছে। এর মধ্যে মার্কিন অর্থ সহায়তায় নির্মিত ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মাত্র ৫৫০টি রকেট ধ্বংস করতে সক্ষম হয়েছে।
এদিকে, তিন বেসামরিক ব্যক্তি ও ৬৪ জন সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরাইল। কিন্তু হামাস বলছে, তাদের হামলায় প্রকৃতপক্ষে দেড়শ’র বেশি ইসরাইলি সেনা নিহত হয়েছে। ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৪০০ শিশুসহ ১,৮২২ ফিলিস্তিনি শহীদ এবং ৯,৪০০ জন আহত হয়েছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন