ইসরাইলি সেনারা মুখোমুখি লড়াই থেকে পালিয়ে গেছে: হামাস
ইসরাইলি সেনারা মুখোমুখি লড়াই থেকে পালিয়ে গেছে: হামাস
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি যোদ্ধাদের অসম সাহসিকতার কারণে মুখোমুখি লড়াই থেকে পালিয়ে গেছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা। এর পরিবর্তে তারা এখন নিরীহ ফিলিস্তিনিদের ওপর দূর থেকে কামান এবং বিমান হামলার পথ বেছে নিয়েছে।
গাজায় আগ্রাসনের জবাবে ইহুদিবাদী ইসরাইলের সব শহরকে তাদের রকেট হামলার আওতায় নিয়ে আসা হবে বলে বিবৃতিতে জানিয়েছে আল-কাসসাম ব্রিগেড।
ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্বকে জঘন্য বলে অভিহিত করে আল-কাসসাম ব্রিগেড বলেছে, ফিলিস্তিনিদের জানমালকেই সবচেয়ে মূল্যবান বলে মনে করে তারা।
বিবৃতিতে বলা বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সেনা সদস্য, সেনা স্থাপনা, বিমান বন্দর এবং সেনা ঘাঁটি লক্ষ্য করে যতদূর সম্ভব হামলার চেষ্টা আল-কাসসাম ব্রিগেড। কিন্তু ইহুদিবাদী ইসরাইল হামাসের সঙ্গে চলমান যুদ্ধে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বেসামরিক ফিলিস্তিনিদের সমাবেশ এবং ঘরবাড়ির ওপর নির্বিচারে হামলা করছে।
গত ৮ জুলাই থেকে শুরু হওয়ার এ আগ্রাসনে এ পর্যন্ত ৬৪ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। কিন্তু হামাস বলছে, প্রকৃতপক্ষে দেড় শতাধিক ইহুদিবাদী সেনা নিহত হয়েছে। অন্যদিকে হামাসের ১৯১ যোদ্ধাসহ ১৮৪৪ ফিলিস্তিনি শহীদ হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন