আল-কায়দার ইউরোপ থেকে ১২ কোটি ডলার আয়
আল-কায়দার ইউরোপ থেকে ১২ কোটি ডলার আয়
ব্রিটিশ দৈনিক টাইমস ফাঁস করেছে ইউরোপ এ পর্যন্ত আলকায়দাকে অন্তত ১২ কোটি ডলার চাঁদা দিয়েছে। ইউরোপ-এর নানা দেশ তাদের পণবন্দিদের মুক্ত করতে গিয়ে এ চাঁদা দিতে বাধ্য হয়েছে।
এসব দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, স্পেন ও সুইজারল্যান্ড। ২০০৪ সাল থেকে ২০১২ সালের মধ্যে এই লেনদেন হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।
এদিকে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, পণবন্দি উদ্ধারের জন্য চাঁদা হিসেবে ইউরোপসহ পশ্চিমা দেশগুলো ২০০৮ সাল থেকে এ পর্যন্ত আল-কায়েদাকে দিয়েছে সাড়ে ১২ কোটি ডলার এবং কেবল গত বছরই তারা আল-কায়েদাকে এ বাবদ সাড়ে ছয় কোটি ডলার দিয়েছে। আর এ অর্থের বেশিরভাগই দিয়েছে ইউরোপীয় দেশগুলো।
মালিতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইকি হ্যাডলস্টোন বলেছেন, আল-কায়েদার সন্ত্রাসীদেরকে এভাবে চাঁদা দেয়ার কারণে পণবন্দি করার ঘটনা বেড়ে গেছে এবং যেসব পণবন্দির জন্য মুক্তিপণ দেয়া হচ্ছে না তাদের হত্যা করা হচ্ছে।
তিনি এ প্রসঙ্গে ব্রিটিশ পণবন্দি এডইউন ডায়ারের ঘটনা তুলে ধরে বলেছেন, এই ব্রিটিশ নাগরিক ২০০৯ সালে এক জার্মান নারী ও দুই সুইস নাগরিকসহ মালিতে অপহৃত হওয়ার পর ব্রিটেন সশস্ত্র অপহরণকারীদের মুক্তিপণ দিতে অস্বীকার করে। এ অবস্থায় অন্য পণবন্দিরা ৮০ লাখ ইউরোর বিনিময়ে মুক্তি পেলেও ডায়ার নিহত হন।
নতুন কমেন্ট যুক্ত করুন