মার্কিন সরকার প্রশিক্ষণ’ দিতে ইউক্রেনে সেনা পাঠাতে চায়
মার্কিন সরকার প্রশিক্ষণ’ দিতে ইউক্রেনে সেনা পাঠাতে চায়
রিয়ার অ্যাডমিরাল জন কিরবি
ইউক্রেনের সেনাবাহিনীকে ‘প্রশিক্ষণ’ দেয়ার জন্য দেশটিতে সেনা পাঠাতে চায় পেন্টাগন। কোনো কোনো মার্কিন সিনেটর ইউক্রেনে ‘মারণাস্ত্র পাঠানোর’ আহ্বান জানানোর কয়েক দিনের মধ্যেই পেন্টাগনের এ পরিকল্পনা ঘোষিত হলো।
পেন্টাগনের পরিকল্পনায় বলা হয়েছে, ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনী বা ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডের সদস্যরা ইউক্রেনের ন্যাশনাল গার্ড বাহিনীর সদস্যদের অস্ত্র ও প্রশিক্ষণ দেবে।
পেন্টাগনের প্রেস সচিব রিয়ার অ্যাডমিরাল জন কিরবি বলেছেন, এটি বহুমুখী অনুশীলনের বিষয় এবং আমেরিকার এ বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা আছে।
তিনি আরো জানান, বারাক ওবামার প্রশাসন আগামী বছর এক কোটি ৯০ লাখ ডলার সমপরিমাণ অর্থ ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ ও অস্ত্র খাতে ব্যয়ের জন্য কংগ্রেসের অনুমোদন চেয়েছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন