পাকিস্থান: আফগানিস্তানের বিরুদ্ধে সামরিকসহ সব ব্যবস্থাই নেয়া হতে পারে’
পাকিস্থান: আফগানিস্তানের বিরুদ্ধে সামরিকসহ সব ব্যবস্থাই নেয়া হতে পারে’
পাক-আফগান সীমান্তের একটি চেকপোস্ট
সীমান্তে হামলা বন্ধের বিষয়ে কার্যকরী পদক্ষেপ না নিলে আফগানিস্তানের বিরুদ্ধে যেকোনো ধরনের ব্যবস্থা নেয়ার পথ খোলা রয়েছে। কাবুলের বিরুদ্ধে এ হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের একজন শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, “কাবুলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক ব্যবস্থাও নেয়া হাতে পারে। তবে, প্রাথমিকভাবে এ সমস্যা কূটনৈতিকভাবে সমাধান করার ওপর জোর দেয়া হচ্ছে।”
গতকাল (শুক্রবার) আফগানিস্তানের কুনার প্রদেশের সীমান্তবর্তী একটি চেকপোস্টে হামলার পর এ হুঁশিয়ারি দিলেন পাক নিরাপত্তা কর্মকর্তা। গতকালের হামলায় আব্দুল কাইয়ুম বাঙ্গাশ নামে এক সীমান্তরক্ষী নিহত হয়েছেন।
আফগান সরকারের সমালোচনা করে পাকিস্তানের এ নিরাপত্তা কর্মকর্তা বলেন, সন্ত্রাসীদের নিয়ন্ত্রণের বিষয়ে কাবুলের আন্তরিকতার অভাবে এসব হামলা হচ্ছে। তিনি বলেন, চলমান সেনা অভিযান জারবে আয্ব সফল করার জন্য আফগানিস্তানকে কয়েকবার সন্ত্রাসী আস্তানা ধ্বংস করার কথা বলা হয়েছে। কিন্তু কাবুল তা করে নি বরং এখন আফগান সরকার এসব সন্ত্রাসীকে নানা রকম সহযোগিতা করছে বলে খবর পাওয়া যাচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন