জাতিসংঘ কর্মকর্তা গাজা পরিস্থিতি বলতে গিয়ে কাঁদলেন+ ভিডিও
জাতিসংঘ কর্মকর্তা গাজা পরিস্থিতি বলতে গিয়ে কাঁদলেন+ ভিডিও
ইহুদিবাদি ইসরাইলের আগ্রাসনে বিধ্বস্ত গাজার অমানবিক পরিস্থিতি ও তা সামাল দিতে জাতিসংঘের অসহায়ত্বের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সংস্থাটির এক কর্মকর্তা।
গাজায় জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ'র মুখপাত্র ক্রিস গুনেস বলেন, “গাজায় ইউএনআরডব্লিউএ হিমশিম খাচ্ছে, আমাদের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আমাদের কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের জায়গা হচ্ছে না।"
তিনি আরো বলেন, "গাজায় তাদের ৮৬টি শরণার্থী শিবিরে এখন দুই লাখ ২৫ হাজার ১৭৮ জন বাস্তুহারা আশ্রয় নিয়েছে। কিন্তু ইতোমধ্যেই গাজা প্রায়ই ধ্বংস হয়ে গেছে। তাহলে এই ঘরবাড়ি হারা মানুষগুলো কোথায় যাবে? যুদ্ধেরই বা শেষ হবে কবে?"
ক্রিস গুনেস বলেন, সময় এমনও হয়, যখন চোখের পানি মুখের ভাষার চেয়েও স্পষ্ট ভাব প্রকাশ করে।
{mp4remote}http://media2.ws.irib.ir/bangla/media/k2/videos/64464.mp4{/mp4remote}
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন