কাশ্মীরে অমরনাথ যাত্রার বেসক্যাম্পে বিস্ফোরণ
কাশ্মীরে অমরনাথ যাত্রার বেসক্যাম্পে বিস্ফোরণ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বালতাল বেসক্যাম্পে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, আজ (মঙ্গলবা) বালতাল বেস ক্যাম্পের লঙ্গরখানায় বিস্ফোরণটি ঘটে। এতে লঙ্গরখানার স্বেচ্ছাসেবকদের চার আত্মীয় মারা যায়। তবে ক্যাম্পের তীর্থযাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।
অমরনাথ তীর্থযাত্রী ও শরণার্থীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ধর্মীয় সংগঠগুলো মিলে এই লঙ্গরখানাটি গড়ে তুলেছে। দুর্ঘটনার পরও বালতাল ও পহেলগাম রুটে অমরনাথ যাত্রা অব্যাহত রয়েছে। গত ২৮ জুন থেকে শুরু হওয়া এই যাত্রায় এখন পর্যন্ত তিন লাখ পূণ্যার্থী যোগ দিয়েছেন। আগামী ১০ আগস্ট পর্যন্ত চলবে অমরনাথ যাত্রা।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন