গাজায় নিহত হয়েছে আরো ২ ইসরাইলি সেনা
গাজায় নিহত হয়েছে আরো ২ ইসরাইলি সেনা
অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে যেয়ে ইহুদিবাদী ইসরাইলের আরো দুই সেনা নিহত হয়েছে। এ নিয়ে গত ১৫ দিনে ২৯ জন আগ্রাসী সেনা নিহত হলো।
ইসরাইলি সেনাবাহিনী আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে ওই নিহত হওয়ার কথা স্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গতকাল ওই দুই সেনা নিহত হয়েছে। এ ছাড়া, রাতে আরো তিন সেনা মারাত্মকভাবে আহত হয়েছে বলে বিবৃতিতে স্বীকার করা হয়েছে। সোমবার আহতদের মধ্যে ইহুদিবাদী ইসরাইলের চৌকস কমান্ডো দল এগোজের কমান্ডারও রয়েছে।
তবে, ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, ইহুদিবাদী সেনাদের হতাহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড বলেছে, সোমবার তারা ১৫ ইসরাইলি সেনাকে হত্যা করেছে এবং গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ৪০ জনের বেশি ইসরাইলি সেনাকে হত্যা করেছে।
গত কয়েক দিনে শতাধিক ইসরাইলি সেনা আহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে তেল আবিব।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন