আমেরিকার ডেনভারে গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
আমেরিকার ডেনভারে গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
ডেনভারে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ
অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত ও পাশবিক হামলার প্রতিবাদে আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের রাজধানী ডেনভারে ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজার হাজার বিক্ষোভকারী অবিলম্বে অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলা বন্ধের আহবান জানিয়েছেন।
বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভ করেন এবং ‘ফিলিস্তিন মুক্ত কর’ ও ‘দখরদারিত্ব অপরাধ’ ইত্যাদি শ্লোগান দেন।
আসিয়া আব্দুল- নদী নামে একজন প্রতিবাদকারী যার পুরো পরিবার এখন গাজায় রয়েছেন তিনি ক্ষোভ জানিয়ে বলেন, গাজা এখন মৃত্যুপুরি। সেখানে জীবন ও মৃত্যুর মধ্যে কোন পার্থক্য নেই। তাদের খাবার নেই, ওষুধ নেই ও পরিধেয় বস্ত্র নেই।
কলোরাডোর কয়েকটি ফিলিস্তিনপন্থি সংগঠন এ প্রতিবাদ মিছিলের আয়োজন করে। ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন