ভারত-পাকিস্তান সীমান্তে গুলি বিনিময়ে নিহত ১, আহত- নারী ও শিশু
ভারত-পাকিস্তান সীমান্তে গুলি বিনিময়ে নিহত ১, আহত- নারী ও শিশু
পাকিস্তান-ভারত সীমান্তে আজ(রোববার) গুলি বিনিময়ের ঘটনায় এক পাকিস্তানি নাগরিক নিহত এবং একজন নারী ও শিশু আহত হয়েছে। শিয়ালকোটের চারওয়াহ্ এবং মিরাজকি সেক্টরে এই গুলি বিনিময় হয়েছে।
পাকিস্তান রেঞ্জার্স বলেছে, আজ খুব ভোরে শিয়ালকোটের চারওয়াহ্ এবং মিরাজকি সেক্টরে ভারতীয় সেনারা নির্বিচারে গুলি বর্ষণ শুরু করলে একজন পুরুষ নিহত এবং একজন নারী ও শিশু আহত হয়।
উদ্ধারকারী দল তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের শিয়ালকোটের সম্মিলিত সামরিক হাসপাতালে সরিয়ে নিয়েছে।
স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, গুলি-গোলায় বেশ কিছু গবাদিপশু মারা গেছে। সীমান্ত গুলি বিনিময়ের ঘটনা নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে দীর্ঘ টানাপোড়েন চলছে। চলতি মাসের ১৬ তারিখে চারওয়াহ্ সীমান্তে গুলি বিনিময়ে ঘটনায় এক পাকিস্তানি সেনা আহত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন