রাশিয়া পরমাণু আলোচনার মেয়াদ বাড়ানোকে স্বাগত জানাল
রাশিয়া পরমাণু আলোচনার মেয়াদ বাড়ানোকে স্বাগত জানাল
সর্বশেষ ভিয়েনা বৈঠকের একটি দৃশ্য
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনার মেয়াদ বাড়ানোকে স্বাগত জানিয়েছে রাশিয়া। ভিয়েনায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার দীর্ঘ আলোচনার পর এ আলোচনার মেয়াদ আরো চার মাস বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ নভেম্বর পর্যন্ত দু’পক্ষ আলোচনা অব্যাহত রাখবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভিয়েনায় সর্বশেষ আলোচনায় চূড়ান্ত চুক্তির খসড়া তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
এর আগে,ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ও ইরানের সঙ্গে আলোচনায় ছয় জাতিগোষ্ঠীর প্রধান আলোচক ক্যাথেরিন অ্যাশ্টোন জানিয়েছেন, “আলোচনায় কোনো কোনো বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং চূড়ান্ত চুক্তির খসড়া তৈরির কাজেও আমরা অনেক দূর এগিয়েছি। কিন্তু তারপরও কিছু কিছু মৌলিক ইস্যুতে এখনো বড় ধরনের দূরত্ব রয়ে গেছে।”
এ ব্যাপারে এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে দু’পক্ষ। বিবৃতিটি ফার্সি ভাষায় পড়ে শোনান ইরানের প্রধান আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেন, “আগামী কয়েক সপ্তাহের মধ্যে দু’পক্ষ আবার আলোচনায় বসবে। সেখানে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে দু’পক্ষেরই প্রবল ইচ্ছাশক্তি থাকবে এবং সে সমঝোতা হবে যতদ্রুত সম্ভব।”
জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠী গত বছর নভেম্বরে ইরানের সঙ্গে এক অন্তর্বর্তী পরমাণু চুক্তি সই করেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন