ইসরাইলের স্বীকারোক্তি: ৬ সেনা নিহত হয়েছে
ইসরাইলের স্বীকারোক্তি: ৬ সেনা নিহত হয়েছে
ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী তাদের আরো দুই সেনার নিহত হওয়ার কথা স্বীকার করেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এর ফলে ইসরাইলি সূত্রমতে, হামাসের পাল্টা হামলায় তাদের ছয় সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হলো। হামাসের প্রতিরোধ যোদ্ধারা অবশ্য ১৫ জন ইসরাইলি সেনাকে খতম করার কথা জানিয়েছে।
ইহুদিবাদী সেনারা আজ (রোববার) সকালে বলেছে, হামাসের নিক্ষিপ্ত ট্যাংক বিধ্বংসী গোলার আঘাতে তাদের একটি ট্যাংক ধ্বংস ও ২১ বছর বয়সি সেনা বার রাহাভ নিহত হয়। এ ছাড়া, এক বন্দুকযুদ্ধে ২০ বছর বয়সি বানাইয়া রুবেল নিহত হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ১০ দিন বিমান হামলা চালানোর পর বৃহস্পতিবার রাতে সেখানে স্থল আগ্রাসন শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল। আর স্থল আগ্রাসন চালাতে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয় তেল আবিব। হামাসের যোদ্ধারা এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, গাজায় ঢোকার চেষ্টা করলে ইসরাইলকে জাহান্নামের দরজা দেখিয়ে দেয়া হবে।
এদিকে হামাস ১৫ জন ইসরাইলি সেনাকে হত্যা করার যে দাবি করেছে একজন ইহুদিবাদী সেনা মুখপাত্র সে সম্পর্কে কোনো কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন। সংবাদদাতারা জানাচ্ছেন, ইসরাইলিদের এই ‘অপারগতা’ প্রকাশের পেছনেই আসল রহস্য লুকিয়ে আছে এবং হামাসে দাবির সত্যতা প্রমাণিত হচ্ছে। ১০ দিনের বিমান হামলার সময় হামাস কখনো কোনো ইসরাইল সেনাকে হত্যার দাবি করে নি।
ইহুদিবাদী ইসরাইলের সেনাপ্রধান লে. জেনারেল বেনি গানতেজ গত শুক্রবার শঙ্কা প্রকাশ করে বলেছিলেন, গাজায় স্থল অভিযান জোরদার করার পর ‘কঠিন কিছু মুহূর্ত’ আসতে পারে।
ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী এর আগে নিজেকে ‘অজেয়’ বলে যে দাবি করত তা ২০০৬ সালের যুদ্ধে মিথ্যা প্রমাণ করেছিল লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এবার হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড ইসরাইলি ট্যাংক ধ্বংস ও সৈন্য হত্যা করে আবার বিশ্বকে জানান দিল, ইসরাইল কাগুজে বাঘ ছাড়া আর কিছু নয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন