ইসরাইল ৩ দিনে গাজার এক ইঞ্চি ভূমিও দখল করতে পারেনি
ইসরাইল ৩ দিনে গাজার এক ইঞ্চি ভূমিও দখল করতে পারেনি
আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু আহমাদ
ইহুদিবাদী ইসরাইলি সেনারা তিনদিনের স্থল অভিযানে গাজা উপত্যকার এক ইঞ্চি ভূমিও দখল করতে পারে নি। এ কথা জানিয়েছেন ফিলিস্তিনের জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু আহমাদ।
তিনি বলেছেন, “দখলদার ইসরাইল মারাত্মক বিপদের মধ্যে রয়েছে। প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদীদেরকে এমন এক কানাগলিতে আটকে ফেলেছে যেখান থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে তেল আবিব।”
গাজায় হামাসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইরত ইসলামি জিহাদ আন্দোলনের মুখপাত্র বলেন, “গাজার অবস্থা এখন আর আগের মতো নেই। দখলদার সেনারা গত তিন দিন ধরে অন্তত গাজার এক মিটার এলাকায় প্রবেশের বহু চেষ্টা চালিয়েছে। কিন্তু আল্লাহর ইচ্ছায় তাদের সে প্রচেষ্টা সফল হয় নি।”
গত ৮ জুলাই অবরুদ্ধ গাজা উপত্যকায় পাশবিক বিমান হামলা শুরু করে দখলদার ইসরাইল। টানা ১০ দিনের হামলায় প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদের কোনো ক্ষতি করতে না পেরে গত বৃহস্পতিবার রাত থেকে স্থল অভিযান শুরু করে তেল আবিব। কিন্তু তিন দিনে তারা হামাস যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে তেমন কোনো অগ্রগতি অর্জন করতে পারে নি।
আবু আহমাদ আরো বলেন, গাজায় ইসরাইলের বিমান হামলা ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। একথা ইহুদিবাদী সরকারই স্বীকার করেছে। এসব হামলায় প্রতিরোধ যোদ্ধাদের কোনো ক্ষতি হয় নি। ইহুদিবাদীরা কাপুরুষোচিতভাবে শুধুমাত্র নারী ও শিশুদের হত্যা করে যাচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন