মরক্কোর অধিবাসীরা আইএসআইএল-এ যোগ দেয়ার জন্য অনুতপ্ত
মরক্কোর অধিবাসীরা আইএসআইএল-এ যোগ দেয়ার জন্য অনুতপ্ত
বিশ্ব মুসলিমকে ধোঁকা দেয়ার জন্য কলেমা খচিত পতাকা ব্যবহার করেছে আইএসআইএল সন্ত্রাসীরা
মরক্কো থেকে যারা সিরিয়া ও ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলে যোগ দিয়েছিল তারা এখন অনুতপ্ত এবং নিজ দেশে ফিরে আসার পরিকল্পনা করছে।
মরক্কোর গণমাধ্যম সুত্রে বলা হয়েছে, দেশটির হাজার হাজার লোক সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ত্যাগ করেছে এবং এখন তারা নিজ দেশে ফিরে যাওয়ার জন্য সরকারের নির্দেশের অপেক্ষায় রয়েছে।
তবে সন্ত্রাসী তৎপরতায় জড়িয়ে পড়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে মরক্কো সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মঙ্গলবার বলেছেন, মরক্কোর অন্তত ২,০০০ অধিবাসী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলে যোগ দিয়েছিল। এসব লোক আইএসআইএল থেকে ফিরে নিজ দেশের নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলে দিতে পারে- এ আশঙ্কায় নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সকর্তাবস্থায় রাখা হয়েছে।
মরক্কো সরকার বলেছে, তারা সন্ত্রাসীদের কয়েক ডজন আস্তানা ধ্বংস করে দিয়েছে। সিরিয়া ও ইরাকে আইএসআইএলে যোগ দেয়ার আগ তারা ওই সব স্থানে প্রশিক্ষণ নিত।
উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে সন্ত্রাসীরা কয়েক দফা বোমা হামলা চালিয়েছে। ২০১১ সালে দেশটির মারাকেশের একটি ক্যাফেতে বোমা হামলায় ১০ বিদেশি পর্যটকসহ ১৫ জন নিহত হয়। ২০০৩ সালে সেদেশের কাসাব্লাঙ্কায় অন্য এক বোমা হামলায় ৪৫ জন নিহত হয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন