চীন পানিসীমা থেকে রিগ সরিয়ে নিচ্ছে
চীন পানিসীমা থেকে রিগ সরিয়ে নিচ্ছে
ছবির ডানদিকে পেছনের অংশে দেখা যাচ্ছে চীনের তেল অনুসন্ধানকারী রিগটি (ফাইল ছবি)
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত পানিসীমা থেকে নিজের তেল অনুসন্ধানী রিগ সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে চীন। দক্ষিণ চীন সাগরের ওই অংশকে নিজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে চীনের পাশাপাশি দাবি করে ভিয়েতনাম।
অনুসন্ধান কাজ শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে এ রিগ সরিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছে বেইজিং। এ এলাকায় তেল ও গ্যাস থাকার আলামত পাওয়া গেছে এবং অনুসন্ধানের মাধ্যমে যে সব তথ্য পাওয়া গেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন (সিএনপিসি)।
ভিয়েতনামের কোস্ট গার্ড জানিয়েছে, রিগটিকে চীনের হাইনান দ্বীপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল (মঙ্গলবার) শেষ বেলার দিকে রিগটি সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড প্রধান অ্যাডমিরাল নাগো নাগোক থু। ভিয়েতনামের শীর্ষস্থানীয় এক মৎস্য কর্মকর্তাও রিগটি সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মে মাসে বিতর্কিত পানিসীমায় এ রিগ স্থাপন করেছিল চীন। সে সময় এ নিয়ে ভিয়েতনামের সঙ্গে চীনের মারাত্মক কূটনৈতিক টানাপড়েনও শুরু হয়েছিল। এ রিগ স্থাপনের পর একাধিকবার চীন ও ভিয়েতনামের জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ রিগ স্থাপনকে কেন্দ্র করে ভিয়েতনামে চীন বিরোধী বড় ধরনের দাঙ্গা হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন