ভারত গুলিতে সেনা নিহত হওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করল
ভারত গুলিতে সেনা নিহত হওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করল
কাশ্মির সীমান্তে বিএসএফের টহল (ফাইল ছবি)
কাশ্মির সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় একজন সেনা নিহত ও অপর সাতজনের আহত হওয়ার জন্য পাকিস্তানের সেনাবাহিনীকে দায়ী করেছে ভারতের পুলিশ।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মির পুলিশের মহাপরিচালক রাজেশ কুমার আজ (বুধবার) বলেছেন, আর এস পুরা’র ভারতীয় সীমান্ত চৌকি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান এবং এ গুলিবর্ষণ কয়েক ঘণ্টা স্থায়ী হয়। এ ঘটনায় বিএসএফের এক সেনা নিহত এবং চারজন আহত হয়েছে। রাজেশ কুমার বলেন, বিনা উস্কানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।
ভারতীয় আধা সামরিক সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বিতর্কিত কাশ্মিরের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে টহল দেয়।
পাকিস্তানি সেনাদের গুলিতে আহত প্রহরীকে সরিয়ে নেয়ার সময় বিএসএফ কর্মকর্তারা গুলির মুখে পড়েন। এ সময় চার সেনা আহত হয়। দু’পক্ষের গোলা বিনিময়ের সময় বিএসএফের সঙ্গে কর্মরত বেসামরিক তিন কুলিও আহত হয় বলে জানান রাজেশ কুমার।
কাশ্মির সীমান্তে প্রায়ই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ২০০৩ সালের যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ভারত ও পাকিস্তান প্রায়ই পরস্পরকে দায়ী করে।
সূত্র্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন