কাতার আমেরিকা থেকে ১,১০০ কোটি ডলারের অস্ত্র কিনছে

কাতার আমেরিকা থেকে ১,১০০ কোটি ডলারের অস্ত্র কিনছে

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন, শাবান, আমল, শবে বরাত, রমজান, দায়েশ, তাকফিরী, তালেবান, মোতা, মোতা বিবাহ, সেগা করা,দায়েশ, তাকফিরি, তালেবান, ওহাবী, আইএসআইএল,
'আমাদের অর্থনীতিকে চাঙ্গা করে দেয়ার জন্য ধন্যবাদ'
আমেরিকার কাছ থেকে ১,১০০ কোটি ডলারের অস্ত্র কেনার চুক্তি করেছে কাতার। মার্কিন প্রতিরক্ষা দপ্তর- পেন্টাগনে এ চুক্তি সই করেছেন কাতারের প্রতিরক্ষামন্ত্রী হামাদ বিন আলী আল-আত্তিয়া এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল।

এ চুক্তির ফলে আমেরিকার প্রতিরক্ষা খাতে ৫৪ হাজার কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, এ চুক্তি অনুযায়ী আমেরিকার কাছ থেকে ১০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ৫০০টি জ্যাভেলিন ট্যাংক বিধ্বংসী ব্যবস্থা এবং ২৪টি অ্যাপাচি হেলিকপ্টার কিনবে কাতার।

এতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে ব্যয় হবে ৭০০ কোটি ডলার, ওড়ার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ অ্যাপাচি হেলিকপ্টার কিনতে ব্যয় হবে ৩০০ কোটি ডলার এবং জ্যাভেলিন ট্যাংক বিধ্বংসী ব্যবস্থায় ব্যয় হবে ১০ কোটি ডলার।

পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে কাতারকে আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে গণ্য করা হয়। দেশটির আল-উদেইদে এলাকায় মার্কিন বিমান ঘাঁটি রয়েছে। এ ছাড়া, ইউএস সেন্ট্রাল কমান্ড (ইউএসসিসি) এবং ইউএস এয়ার ফোর্স সেন্ট্রাল কমান্ডের সদর দফতরও রয়েছে দেশটিতে। এর আগে লিবিয়ার সাবেক স্বৈরশাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতে আমেরিকাকে সহযোগিতা করেছে কাতার। সিরিয়ায় বিদেশটি মদদপুষ্ঠ তাকফিরি সন্ত্রাসীদের সহায়তা দেয়ার ক্ষেত্রে সক্রিয়ভাবে তৎতপর রয়েছে দেশটি।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন