গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন- রাজধানীতে জামায়াতের বিক্ষোভ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদি ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ (রোববার) সকাল ৯টায় জামায়াতের ঢাকা মহানগরী শাখার উদ্যোগে রাজধানীর শাহজাদপুর থেকে বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে তা শেষ হয়। বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারী মুহম্মদ সেলিম উদ্দীন বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলী বর্বরতা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক লোকজনসহ নিরাপরাধ নারী-শিশুদের উপর দখলদার বাহিনীর নির্বিচারে বোমা হামলা ও নির্মম নিধনযজ্ঞ ফিলিস্তিনের পবিত্র ভূমিকে রক্তাক্ত করেছে। হায়েনাদের হাত থেকে রেহাই পায়নি মসজিদ ও মুসল্লীরাও।
তিনি পবিত্র রমজান মাসে ইসরাইলী দখলদার বাহিনীর নির্বিচারে বোমা হামলা ও নির্মম গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং গণহত্যা বন্ধে জাতিসংঘ, ওআইসি ও আরবলীগসহ বিশ্বসংস্থাগুলোর প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানান।
এদিকে, গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা ‘গাজায় গণহত্যা বন্ধ কর’, ‘এই গণহত্যা বন্ধ কর’, ‘স্টপ জেনোসাইড’ লেখা প্লাকার্ড নিয়ে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন