উপজাতীরা ইয়েমেনের প্রধান তেল পাইপলাইন উড়িয়ে দিয়েছে
উপজাতীরা ইয়েমেনের প্রধান তেল পাইপলাইন উড়িয়ে দিয়েছে
জ্বলছে তেল পাইপলাইন
ইয়েমেনের প্রধান তেল পাইপলাইন উড়িয়ে দিয়েছে উপজাতীয়রা। এর ফলে দেশটির ভেতর থেকে লোহিত সাগরের তীরবর্তী রফতানি টার্মিনাল ‘রাস ইসা’তে তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে প্রাদেশিক এবং উপজাতীয় সূত্র থেকে জানানো হয়েছে।
এই পাইপলাইনের মাধ্যমে গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশের তেলক্ষেত্র থেকে প্রতিদিন এক লাখ ব্যারেল তেল সরবরাহ করা হতো। আজ (শনিবার) খুব ভোরে মারিবের হাবাব এলাকায় পাইপলাইনের ওপর হামলা চালানো হয়।
এ অঞ্চলের উপজাতীয়রা তেলের অর্থের বৃহত্তর অংশ এবং তেল শিল্পে অধিক হারে চাকরির দাবিতে এ জাতীয় সহিংসতা চালাচ্ছে। এ ছাড়া, এদের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার যোগসাশজ রয়েছে। আজকের নাশকতার ফলে ৩২০ কিলোমিটার পাইপলাইনে তেল সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন প্রকৌশলীরা।
এর আগেও অনেকবার এ পাইপলাইনের ওপর হামলা হয়েছে। এটির ওপর শেষ হামলা হয়েছিল গত মে মাসে। সরকারি হিসাবে বলা হয়েছে, অবকাঠামোর ওপর হামলার ফলে দু’বছরে দেশটির ৪৭৫ কোটি ডলার সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। বিপুল পরিমাণ তেল উৎপাদন না করলেও তেল-গ্যাস রফতানির মাধ্যমে ইয়েমেনের বৈদেশিক মুদ্রার ৯০ শতাংশ অর্জিত হয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন