হাড্ডাহাড্ডি লড়াই হবে ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে
হাড্ডাহাড্ডি লড়াই হবে ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে
প্রাবোয়া সুবিয়ান্তো (বামে) ও জোকো উইদোদো (ডানে)
ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ স্থানীয় সময় সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়।
আজকের নির্বাচনে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের একজন হলেন- ইন্দোনেশিয়ান ডেমোক্রেটিক পার্টি অব স্ট্রাগল বা পিডিআই-পি’র প্রার্থী জোকো উইদোদো। তিনি রাজধানী জাকার্তার গভর্নর। দেশটির সর্ববৃহৎ ইসলামপন্থী দল পিকেবি তাকে সমর্থন দিচ্ছে। অপর ব্যক্তি হলেন- গ্রেট ইন্দোনেশিয়ান মুভমেন্ট পার্টির প্রার্থী সাবেক সেনা জেনারেল প্রাবোয়ো সুবিয়ান্তো। সাবেক স্বৈরশাসক সুহার্তোর আমলে তিনি মানবাধিকার লংঘন করেছেন বলে অভিযোগ রয়েছে।
নির্বাচনপূর্ব জরিপে দেখা গেছে, দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দেশটির সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি টানা তিন বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না। এ কারণে বর্তমান প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোয়োনো তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারছেন না। আগামী ২১ অথবা ২২ জুলাই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন